আসন্ন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা জরুরী ভিত্তিতে হচ্ছে। কোভিড-১৯ এর জন্য বন্ধ হওয়া সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। বিশেষ প্রয়োজনে শিক্ষক শিক্ষিকা নিয়োগ কার্যক্রমের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ জন্য সকল ব্যবস্থা সচল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সূত্রমতে শিক্ষক নিয়োগের সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
দীর্ঘদিন বন্ধ থাকার পরে অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত ঘোষনা। গত ১৯শে নভেম্বর ২০২১ তারিখে দেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে আসে এই ঘোষণা। ইতোমধ্যে এই পরীক্ষার প্রবেশপত্র সংবলিত কার্যক্রম চলছে। প্রথম আলোর সূত্রানুযায়ী, আগামী ডিসেম্বর মাসের ১৭ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা।
শিক্ষক/শিক্ষিকা নিয়োগ এর জন্য প্রস্তুতি সহ বিস্তারিত দেখুনঃ পদ্মা সেতু, কপ২৬, মুজিবনগর সরকার, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, শুদ্ধ বানান, বঙ্গবন্ধু আইসিটি পার্ক, সম্পর্কে পড়া ও রিভিশন খুবই প্রয়োজনীয় । গণিতে শতকরা, উৎপাদক, গড়, জ্যামিতিক হিসাব।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয় (Directorate of Primary Edcuation – DPE) – তে গত ১৮/১০/২০২০ তারিখে সরকারি চাকুরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। Directorate of Primary Edcuation – DPE – এ রাজস্ব খাতে সহকারী শিক্ষকের শূণ্য পদসমূহে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (Directorate of Primary Education – DPE) এ ০১ টি ক্যাটাগরির পদে সর্বমোট ৩৭,৫৭৭ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে।
পদগুলোতে পুরুষ ও নারী উভয় প্রার্থীগণই আবেদন করেছেন, প্রায় ১৩ লক্ষাধিক প্রার্থী এ পদে আবেদন করেছেন। নিচে নিয়োগের পদ সমূহ এবং নিয়োগ পরীক্ষার বিস্তারিত উল্লেখ করা হলো। ডিসেম্বর মাসের ১৭ তারিখেই এ নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী অর্থ বছরের আগেই অর্থাৎ জুন মাসের মধ্যেই এ নিয়োগের সকল কার্যক্রম শেষ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা অধিদপ্তর।