পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের মধ্যবর্তী দেশ তুরস্ক। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা অর্জনে অন্যান্য দেশের পাশাপাশি তুরস্কও নানা ধরনের স্কলারশিপ প্রদান করে থাকে। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে সাবাঞ্চি বিশ্ববিদ্যালয়।
‘সাবাঞ্চি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও মাসিক উপবৃত্তি, স্বাস্থ্য বীমা, গবেষণা ভাতা ও ভ্রমণ ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। শিক্ষার্থীরা সামাজিক বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এন্ড ন্যাচারাল সায়েন্সেস, ইনফরমেশন এন্ড টেকনোলজি ও বিজনেস অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকোত্তর ও পিএইডি করতে পারবেন।
সুযোগ সুবিধাসমূহ
সম্পূর্ণ টিউশন মওকুফ করা হবে।
উপবৃত্তি হিসেবে প্রতি মাসে স্নাতকোত্তরের শিক্ষার্থীদের ৪ হাজার লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২৫ হাজার টাকা।
পিএইচডি শিক্ষার্থীদের প্রতি মাসে ৫ হাজার লিরা প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার টাকা।
ডরমিটরিতে আবাসনের ব্যবস্থা।
স্বাস্থ্য বীমা।
ভ্রমণ অনুদান।
আবেদনের যোগ্যতা
স্নাতক ও স্নাতকোত্তরের ভালো ফলধারী হতে হবে।
৩০ ডলারের আবেদন ফি প্রদান করা হবে।
ইংরেজি দক্ষতা স্কোর জমা দিতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
সুপারিশ চিঠি।
রেসিডেন্স পারমিটের কপি।
সরকারী প্রতিলিখন।
ইংরেজি ভাষার দক্ষতা স্কোর।
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য: বাংলাদেশ
আবেদন পদ্ধতি:- আবেদন প্রক্রিয়া জানতে অফিসিয়াল লিংকে ক্লিক করুন।
বিভিন্ন কোর্সের ভিন্ন ভিন্ন ডেডলাইন জানতে অফিসিয়াল লিংক দেখুন।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: জুন ৩, ২০২২