ফ্রেশার কেবিন ক্রু নিয়োগ দেবে এয়ার , এইচএসসি পাস হলেই চলবে
বেসরকারি উড়োজাহাজ সংস্থা ‘এয়ার অ্যাস্ট্রা’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ফ্রেশার কেবিন ক্রু নিয়োগ দেবে। আগ্রহীরা আগামী ৮ এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : কেবিন ক্রু
পদসংখ্যা: নির্ধারিত নয়
বয়সসীমা: ২০-২৭ বছর
প্রার্থীর ধরন: শুধুমাত্র নারী
যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস হতে হবে। এ লেভেল পাস হলেও আবেদন করা যাবে। ইংরেজি এবং বাংলা ভাষায় সাবলীল হতে হবে। শরীরের কোথাও কোনও ট্যাটু থাকা যাবে না।
সাঁতার জানতে হবে।
উচ্চতা: ৫’৩-৫’৭ ফিট।
ওজন: বডি ম্যাস ইনডেক্স অনুসারে।
দৃষ্টি শক্তি: ৬/৬ থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা cabincrew@airastra.com এই ঠিকানায় সিভি পাঠাতে পারবেন।